পোস্টগুলি

ইন্টারনেট মার্কেটং আসলে কী?

ইন্টারনেট মার্কেটিং নিয়ে ইউটিউবে বাংলা ভাষায়   ৯০% টিউটোরিয়ালে যা শিখবেনঃ - কিভাবে শ শ ফেসবুক/টুইটার ফিমেল ফেক আইডি খুলে মার্কেটিং করতে হয়। - শ শ ফেসবুক গ্রুপে কিভাবে পোস্ট করবেন। - কিভাবে লাখ লাখ ইমেইল কালেক্ট করে মেইল পাঠাতে হয়। -  কিভাবে অন্যের ভিডিও কাটছাট করে ইউটিউবে  ভিডিও আপলোড করতে হয়। - কিভাবে এডাল্ট প্রোডাক্ট প্রমোশন করতে হয়। এছাড়াও আরো অনেক স্প্যামিং ই শিখবেন। এইসব জিনিসগুলোকেই  আমাদের দেশের নামিদামি মারকেটাররা এডভান্সড মার্কেটিং টিউটোরিয়াল হিসেবে চালিয়ে দেয়। যার ফলে অধিকাংশ বাংলাদেশিদের ধারনা ইন্টারনেট মার্কেটিং মানে এগুলো করা। এই কারনে অন্য প্রফেশনাল সেক্টরের মানুষরা ইন্টারনেট মার্কেটিং নিয়ে খারাপ ধারনা পোষন করে।